সোমবার, ১২ মার্চ, ২০১৮

দহন

      ।।    রফিক উদ্দিন লস্কর     ।। 









জও তীর্থের কাকের মতো প্রহর গুনি
তোর ভাবনার করিডোরে পায়চারি করি
মায়াজালে আবদ্ধ, খুঁজছি মুক্তির দিশা।
অদৃশ্য ছায়ার মতো তোর ভাবনাগুলো
মৃদু স্পর্শ ছাপ ফেলেছে  মনের অতলে
সেই থেকে বিবাগী, ধারে এনেছি ভিসা।
ফেরারি পাখির মতো ভবঘুরে সারাদিন
চোখের সাথে ভীষণ আড়ি রাতের ঘুম
ঘন তমসায় হাটাহাটি উল্টো পথে চলে।
নগ্ন পায়ে বহুদূর গিয়ে হঠাৎ মনে পড়ে
পাপোষে জমা পড়া সেই অতীত স্মৃতি
মাঝে মাঝে উঁকি দেয় মনের অন্তরালে।
১২/০৩/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

প্লাস্টিকের মানুষ

           প্লাস্টিকের মানুষ         রফিক উদ্দিন লস্কর  নেটওয়ার্কে রয় কতো যে মানুষ  নিজের সাথে নেই  সংযোগ, চারপাশ ঘেরা আছে ওয়াই-ফাই কৃত্রিম ...