শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

মনে পড়বে সেদিন

              মনে পড়বে যেদিন
            রফিক উদ্দিন লস্কর

সেদিন হয়তো খুব মনে পড়বে আমায়,
তাকিয়ে থেকো তুমি নীল আকাশ পানে
ভোরের সূর্যে, পাপড়ির ঘন কুয়াশায়।

সেদিন হয়তো খুব মনে পড়বে আমায়,
লুকিয়ে থাকবো আমি তোমার অজান্তে
কোন পাহাড়ি বাহারি ফুলের বাগিচায়।

সেদিন হয়তো খুব মনে পড়বে আমায়,
চলে যাবো যেদিন তোমার দৃষ্টির বাহিরে
ফুল হয়ে ফোটবো আকাশে সন্ধ্যাতারায়।

সেদিন হয়তো খুব মনে পড়বে আমায়,
মনের জমানো আবেগ, ঈর্ষা ভালোবাসা
যা রবে স্মৃতির পুরানো ডায়েরির পাতায়।

২৩/১১/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)


কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...