মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

বেনামি

           বেনামি
রফিক উদ্দিন লস্কর

এবার খেলার মাঠে যে
সে বসেছে ঘুটে
খাতায় পত্রে যার নাম
সে নাই ভোটে।

যবে যাবে ভোটাররা
দিতে মতদান,
ছবি ও নামে গরমিল
শুনলো শুধু গান।

ওরে বোকা বন্ধ কর
তোর বকবকানি,
তোর নাম নেই সেখানে
ভালো করে জানি।

২৭/১১/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...