বেনামি
রফিক উদ্দিন লস্কর
এবার খেলার মাঠে যে
সে বসেছে ঘুটে
খাতায় পত্রে যার নাম
সে নাই ভোটে।
যবে যাবে ভোটাররা
দিতে মতদান,
ছবি ও নামে গরমিল
শুনলো শুধু গান।
ওরে বোকা বন্ধ কর
তোর বকবকানি,
তোর নাম নেই সেখানে
ভালো করে জানি।
২৭/১১/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন