শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

একটু ভাবুন

      একটু ভাবুন
রফিক উদ্দিন লস্কর

হয়না গড়া একটা ছড়া
মাথায় ঢালে ঘোল,
হেঁটে হেঁটে সারাটা পথ
বাজায় শুধু ঢোল।

ধুলো বালি মুখে কালি
তবুও করি বড়াই,
আমি গুরু হলাম পুরো
সব লোকেরে পড়াই।

নিজেই যখন সর্বজান্তা
জাতির কি দরকার!
যার হাতেই ভাঙে গড়ে
মস্ত বড় সরকার।

০১/১২/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...