একটু ভাবুন
রফিক উদ্দিন লস্কর
হয়না গড়া একটা ছড়া
মাথায় ঢালে ঘোল,
হেঁটে হেঁটে সারাটা পথ
বাজায় শুধু ঢোল।
ধুলো বালি মুখে কালি
তবুও করি বড়াই,
আমি গুরু হলাম পুরো
সব লোকেরে পড়াই।
নিজেই যখন সর্বজান্তা
জাতির কি দরকার!
যার হাতেই ভাঙে গড়ে
মস্ত বড় সরকার।
০১/১২/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন