বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

বিষণ্ণ বিকেল

                 বিষণ্ণ বিকেল
            রফিক উদ্দিন লস্কর

ছেয়ে গেছে চারদিক বিষণ্ণতার চাদরে
ভোরের শিশিরজল মাথায় মাখা,
ম্লান মুখ দীর্ঘশ্বাস সবার, সাথে আমার
চলতে চলতে কল্পনায় ছবি আঁকা।
সেদিনের বিষাদ স্মৃতি চোখে ভাসমান
তাইতো আছি ভীষণ অস্থিরতায়,
সমধর্মীয়তায় স্থান কালের প্রভেদ মাত্র
সফলতা কতটুকু হবে বাস্তবতায়।
বিশ্বাস, হবেনা আবার কোন শোকগল্প
এখনো ভাসে যা আয়নার মতো,
ভুলিনি সেদিনের দীর্ঘ প্রতীক্ষার প্রহর
আজও শুকায়নি অন্তরের ক্ষত।

০৬/১২/২০১৮ইং
এস এস পলিক্লিনিক, ঘুংঘুর (শিলচর)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...