বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

স্বপ্নটা সত্যি হোক


.   স্বপ্নটা সত্যি হোক
।। রফিক উদ্দিন লস্কর ।। 

আমার একটা স্বপ্ন আছে
শান্ত শহর গড়তে,
মন্দ লোকের মন্দ স্বভাব  
চায় শুধু লড়তে।

সভ্য জাতির বিজয় ধ্বজা 
এই জগতে চলবে,
তাই দেখে খারাপ লোক
অনেক কিছু বলবে।

হিংসা, নিন্দা করেন যারা
তাদের অনেক ধরবে,
নিজের কাজে নিজে রবে
অন্তর শুধু জ্বলবে।

ভালোমানুষ ভালো ভাবেন
নিজের সাথে পরের,
সুখের জন্য খুব প্রয়োজন 
শান্ত একটা ঘরের। 

রচনাকাল: ১৪ অক্টোবর ২০২৫ইং, ২২:৪৬মি. কাটলিছড়া-হাইলাকান্দি।। 





কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...