মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

জাগো এবার

   ।।     রফিক উদ্দিন লস্কর      ।।
 





জেগে ওঠো, জেগে ওঠো,ওহে বীর জনতা
আর কতো দিন তোদের মাঝে রইবে অক্ষমতা।
কান দিয়ে শোনো আর দেখো চোখ মেলে
নীরবে থাকিলে ওরা খাবে তোকে গিলে।
শাসকের শোষণ আর সইবে কতকাল
পশ্চিমে পড়ছে রবি আকাশ করে লাল।
এক হয়ে আগে চলো করো প্রতিবাদ
মুখ বুজে কতদিন আর শুনবে অপবাদ।
শাসক শোষক যখন, এবার উঠাও হাত
দেখবে চেয়ে আধার কেটে এসছে প্রভাত।
ভয় পেয়ো না ভয় পেয়ো না ওহে জনতা
রয়েছে যে তোদের মাঝে আত্ম ক্ষমতা।
নতশিরে থেকো না আর প্রতিবাদী হও,
স্বভূমে কখনো তোরা দুর্বল নও।
২৭/০৩/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...