শুক্রবার, ২৫ মে, ২০১৮

পথভোলা পথিক

.   ।।      রফিক উদ্দিন লস্কর    ।।
দূর আকাশ পানে তাকিয়ে তাকিয়ে আমি
খুজে ফিরি নীল রঙের কারুকাজ,
ঢাকা পড়া কালো মেঘে নেই কিরন মালা
সূর্য রশ্মির কোনো দেখা নাই আজ।
খুজে ফিরি চলি তাই এপ্রান্ত হতে ওপ্রান্ত
কালো চাদরে মোড়া নীলাভ আকাশ,
পথভোলা পথিক আমি ঘুরি দেশে দেশে
কখন আকাশে হবে রবির প্রকাশ।
খুঁজে ফিরি তোমায় আমি বসন্তের দিনে
ভরদুপুরে উথলা বাতাসের মাঝে,
পাতায় পাতায় জড়ানো কতো স্মৃতিকথা
এ বুকের মাঝে মর্মর হয়ে বাজে।
ঘোলাটে স্বপ্ন মাঝে আজ বিভোর আমি
ঘুমের রাজ্যে কল্পনা কড়া নাড়ে,
শুনে সমুদ্রের স্রোতধ্বনি পুলকিত হই
তোমার কণ্ঠধ্বনি শেষ সীমা ছাড়ে।

২৫/০৫/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই:

একটি লাল গোলাপের দু'টি কলি

একটি লাল গোলাপের দু'টি কলি               রফিক উদ্দিন লস্কর  সদ্য প্রস্ফুটিত একটা লাল গোলাপ দিয়েছিলাম ভোরে, সূর্যোদয়ের আগে তোমাকে মনের হর...