বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯

খুন

              খুন
   রফিক উদ্দিন লস্কর

কিছু মানুষ আজ মানুষ নয় 
মানব চর্মে আবৃত,
ওরা হারিয়ে সকল মানবতা
করছে জাতি ঘৃণিত।

টাকার লোভে আজব প্রাণী
করে শিশু অপহরন,
গোপন স্থানে রাখিয়ে তারা
দাবি তুলে মুক্তিপণ।

অবোঝ শিশু, বোবা বধির
রেহাই নেই যে কেহ,
টাকার না হয় অন্য রেশে
গায়েব করে দেহ।

শিশু হত্যা আর শিশু ধর্ষণ
বাড়ছে দিনে দিনে ,
অবুঝ শিশু বোঝে না সে
হচ্ছে বলি কিসে।

ফুলের মতো শিশুরা আজ
স্থানে স্থানে খুন,
সবাই মিলে ওদের জন্য
একটিবার ভাবুন।

২৩/০১/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...