রফিক উদ্দিন লস্কর
কুরবানির ইদে ত্যাগ পরীক্ষা
মাংস খাওয়া নয়,
এই পরীক্ষায় পাশ করাটাও
মস্ত একটা জয়।
গরীব ধনী লোকজনের বাস
এই সমাজে জানি,
যাদের আছে বেশ অর্থ-কড়ি
ওরা দেয় কোরবানি।
ত্যাগের কথাটা কোরবানিতে
যাই না যেন ভুলে,
দীন-দুখীদেরকে সাধ্যমতো
দেবই কিছু তুলে।
সন্দেশ সেমাই ভালো খাবার
ঘরে ঘরে আজ রান্না,
খুশির দিনে আর গরিব-দুখীর
দেখব না যে কান্না।
ভুলিয়ে সবাই সব ভেদাভেদ
ছুটবো ঈদের নমাজে,
বইবে হাওয়া যে শান্তি সুখের
আমাদের এই সমাজে।
_________________________
১২/০৮/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন