শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

সহসা একদিন

                   সহসা একদিন 
               রফিক উদ্দিন লস্কর  

আমি বসে আছি জীবনের একটি প্রান্তে
মৃত্যু, খুবই কাছাকাছি আমার অজান্তে। 
একে অন্যের দিকে আছি চোখ তাক করে
আলিঙ্গনের ফাঁকেও দেখি পরাণ ভরে। 
কেউ কাউকে ছেড়ে পালানোর জো নেই
সে যে স্বেচ্ছায় পাহারা দিচ্ছে আমাকেই।
রোজ রোজ এখন কত মৃত্যুর খবর পাই  
তাই মৃত্যুর গণ্ডি ডিঙিয়ে পালাতে চাই।
খুব ভয় লাগে, উদাও হয়েছে রাতের ঘুম
উৎকন্ঠায় যে শিহরিত হয় গায়ের লোম। 
অদৃশ্য এই দ্বন্দ্ব চলছে তারই মতো করে      
মাঝে মাঝে মৃত্যু বোধ করি ঝাপটে ধরে। 
আসবেনা কাজে বিত্ত-বৈভব, আপনজন,
অসহায়ে কাটাতে হবে নির্দিষ্ট সেই ক্ষণ।
হার জিতের খেলায় এমনি হঠাৎ একদিন
হারিয়ে সকল শক্তি হয়ে যাব তাতে লীন।
সহসা একদিন আমি করে নেবো স্বীকার
আর মৃত্যু আমাকে সেদিন করবে শিকার।

০৪ সেপ্টেম্বর ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)    

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...