।। রফিক উদ্দিন লস্কর ।।
বদ্ধ কুঠরি জমকালো, আলো বাতাস হীন
জীবন্ত পশুর আছড়ে চৌচির কায়া
বিবেকের কাছে পরাজিত রসনার লিপ্সায়।
সুস্থ দেহে বিচরণ, প্রবেশ ভিন্ন জগতে
বৈশাখী ঝড়ের প্রভাব আকাশ অথচ স্বচ্ছ
কর্ণকুহরে দোলা দেয় চাপা আর্তনাদ।
সময়ের স্রোতে ভেসে যায় কতো ইতিহাস
ডায়েরির পাতায় শব্দের আন্দোলন
নির্বাক চাহনি, খাঁড়া বিচারের কাঠগড়ায়।
প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ, বিপরীত মেরুতে
ব্যথায় কুঁকড়ে গেছে ধমনী শিরা উপশিরা
আজ নীরবে অজানা ভয়ে কাতরায়।
শুধু একটু অপেক্ষা! খুলবে শিকল তালা
উড়ে যাবে আকাশে সব গুপ্ত সংবাদ
ভিড় জমাবে শ্রুত অশ্রুত সকল কাহিনী।
১৯/০২/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন