শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

শেষবার


।। রফিক উদ্দিন লস্কর ।। 

বন্ধু তোদের আসরে মোর
আজকেই যে শেষবার,
কালকে থেকে তোদের মাঝে
থাকবো না যে আর।
চলে যাবো একটু দুরে...
বদলি আদেশ পেলাম যখন,
খুশির মাঝে দুঃখ লাগে
ছেড়ে যেতে চায়না মন।
বলতে গিয়ে লাগছে যে ভয়
নিচ্ছি আজি বিদায়,
স্মৃতি মাঝে কভু কি কখনো
ঠাই দিবে গো আমায়?
ভাবের মাঝে মিশিয়ে ছিলাম
গড়লাম নতুন পরিবার,
সময় এসে যে বদলে দিলো
সঙ্গে থাকা হলো না আর।
শেষ বেলাতে যাচ্ছি চলে
চোখের জলে ভাসিয়ে বুক,
ভুল ত্রুটি যদি ক্ষমা করো
মনে পাবো অনেক সুখ।
২৪/০২/২০১৮ ইং
নিতাইনগর, হাইলাকান্দি।
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...