সোমবার, ১৯ মার্চ, ২০১৮

হীরের খোঁজে

 
।।         রফিক উদ্দিন লস্কর       ।।


বদ্ধ চিলেকোঠার ওপাশে বসে আছে সে
এলোমেলো বাতাসে উড়ছে মেঘের ভেলা।
আকাশ ছুঁই ছুঁই ভাবনা, মৃত মনের কোণ
তবুও যেন লেগে আছে আজন্মের নেশা।
হাজার তারার পাহারায় অমাবস্যার রাত
বাদলা দিনে উঁকি দেয় হাজার আলোক।
নির্নিমেষ চাহনি নেই প্রতীক্ষার অবসান
অঝোরে ঝরবে ঐ আকাশ থেকে হীরে।
দু'হাত ভরে কুড়িয়ে নিতে দ্রুত চলে পা
ভুলে শ্রান্তি ক্লান্তি সহাস্যে এগিয়ে আসে।
সামনে এগিয়ে চলে চোখ ভরা স্বপ্ন নিয়ে
লেনাদেনার আশা হৃদয়ের পিঞ্জরে বন্দি। 
১৯/০৩/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)m.facebook.com

কোন মন্তব্য নেই:

প্লাস্টিকের মানুষ

           প্লাস্টিকের মানুষ         রফিক উদ্দিন লস্কর  নেটওয়ার্কে রয় কতো যে মানুষ  নিজের সাথে নেই  সংযোগ, চারপাশ ঘেরা আছে ওয়াই-ফাই কৃত্রিম ...