শনিবার, ২৪ মার্চ, ২০১৮

বেপরোয়া


  ।।  রফিক উদ্দিন লস্কর  ।।






যে যাই বলুক না কেনো!
মিলছে তো মনের খোরাক
কিছু অতৃপ্ত বাসনার উদ্রেক।
প্রতিকূলতা সময় ও মনের
তবুও একধাপ এগিয়ে।
বাতাসের কাঁধে ভর করে
ফোয়ারা উড়ায় ভনভনিয়ে।
কিছুটা মরচে ধরা স্মৃতিপথ
এনেক আগেই বসতি ছিলো
এখন যাইনি আগাছায় পরিপূর্ণ।
চশমা লাগিয়ে দূর থেকে দেখি
পায়ে দারুণ ব্যথার প্রভাব।
ঝাপসা শব্দের আনাগোনায়
থাকতে শোভা পায় না এখন।
ফোসকার উপশম খুঁজতে খুঁজতে
বেলা অনেকটা গড়িয়ে গেলো।
ঝিমোতে ঝিমোতে কল্কে টানি
আর ভাবতে থাকি আমি মহারাজা।
কে জানে, কোন প্রাসাদে বিচরণ!
সবশেষে খোলা হাওয়ায় কথাবলিয়ে
বাক্যালংকারে সময়ের সাথে আড়ি।
২৪/০৩/২০১৮ ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

প্লাস্টিকের মানুষ

           প্লাস্টিকের মানুষ         রফিক উদ্দিন লস্কর  নেটওয়ার্কে রয় কতো যে মানুষ  নিজের সাথে নেই  সংযোগ, চারপাশ ঘেরা আছে ওয়াই-ফাই কৃত্রিম ...