শুক্রবার, ২ মার্চ, ২০১৮

মনের উঠোনে


      ।।      রফিক উদ্দিন লস্কর      ।।


তোমার জন্য এ প্রান যদি দেহত্যাগ করে 
তবুও তোমার কাছে যাবো না কোনদিন।
কারণ......
তোমার অবহেলা বারবার স্মরণ করিয়ে দেয়
একদিন দূরে যেতে হচ্ছে ইচ্ছের বাইরে।
হয়তো হাসছো তুমি আমার কথাগুলো শুনে
তাতে মন্দ নয়, হাসি মুখে তো আছো।
আর পারলে ঐ রঙিন আকাশে এঁকে দিয়ো
বৈশাখির কালো মেঘে আমার নাম।
শ্রাবণের ধারায় মুছে দেবে তোমার অজান্তে
থাকবেনা কোন আফসোস সেদিন।
এমনিতে ভুলে যাবে অতীতের সকল কাহিনী
কারণ......
ইচ্ছের বাইরে তো আর জোর করে লাভ নেই।
এক নতুন পৃথিবীতে তোমার স্বপ্ন বপন করে
ফুলে ফলে ভরে নিও তোমার চাওয়া পাওয়া।
আমি সেদিন দূর থেকে বিনিদ্র চক্ষে তাকাবো
আকাশের তারা হয়ে থাকবো মনের উঠোনে।
০২/০৩/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

প্লাস্টিকের মানুষ

           প্লাস্টিকের মানুষ         রফিক উদ্দিন লস্কর  নেটওয়ার্কে রয় কতো যে মানুষ  নিজের সাথে নেই  সংযোগ, চারপাশ ঘেরা আছে ওয়াই-ফাই কৃত্রিম ...