শুক্রবার, ২ মার্চ, ২০১৮

চেনা পথ অচেনা


   ।।       রফিক উদ্দিন লস্কর       ।।

জ কতদূর একবিন্দু সুখের আশায়
হাঁটতে হাঁটতে ক্লান্ত, কতো ঘাম ঝরেছে
গহিন জঙ্গলে নগ্ন পায়ে তপ্ত বালুকায়

ফালাফালা করে দেয় তোর আড়দৃষ্টি
তবুও যে পিছনে পিছনে বারবার হাঁটি
অবশেষে দুচোখে নামে অঝোর বৃষ্টি।

তৃষ্ণার্ত! কঠিন পাথরে করছি খোদাই
জমাটবদ্ধ দেহের ভিতরে সকল রক্ত
অভুক্ত! মনের সাথে কথা কয়ে যাই।

অবহেলায় মরে গেছে সকল অনুভূতি
এই জনমে যাওয়া হবেনা সুখের বাড়ি
চেনা পথ অচেনা চক্ষু হেরেছে জ্যোতি।
****************************
০২/০৩/২০১৮ ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই:

বিশ টেখি মাল

বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর  গাঁওর বেটিন বিয়ান অইলে  টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...