মঙ্গলবার, ১ মে, ২০১৮

শবে বরাত

।।  রফিক উদ্দিন লস্কর ।। 
ভাগ্যের রাতি শবে বরাত
শ্রেয় হাজার মাসের;
তাই কেউ ছাড়েনি সাধন
এই পূণ্যময়ী রাতের।
ধরায় নেমে আরশ কুরসি
প্রভুর আজ্ঞা হয়,
তাইতো বান্দা রাত জেগে 
অনেক কিছু কয় !
ফিরবেনা কেউ খালি হাতে
করলে কায় নিবেদন,
আগামী সালের ভাগ্যলেখা
হবেই তার নিরূপণ ।
বলার মতো বলে যদি সে
শুনবে পেতে কান,
সে- যে আল্লার বান্দা প্রিয়
রাতেই করবে দান ।
০১/০৫/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই:

একটি লাল গোলাপের দু'টি কলি

একটি লাল গোলাপের দু'টি কলি               রফিক উদ্দিন লস্কর  সদ্য প্রস্ফুটিত একটা লাল গোলাপ দিয়েছিলাম ভোরে, সূর্যোদয়ের আগে তোমাকে মনের হর...