বুধবার, ১৩ জুন, ২০১৮

বৃষ্টি ভেজা ঈদ

।।           রফিক উদ্দিন লস্কর           ।।
ঈদ বড়ো ভালো লাগে, ভালো লাগে বৃষ্টি
বানের জলে ঈদ যেনো জুড়ে দিলো দৃষ্টি,
বৃষ্টিতে ভিজে ভিজে কেনাকাটা চলছে,
দোকানির পসরা যে বাতাসেতে দুলছে।

হাটে ঘাটে জটলায় পথচলা বড় দায়,
কেহ হাটে কাঁদা জলে কেহ চড়ে রিক্সায়।
রোদ উঠে তাই দেখে খোকা যায় বাইরে
মাঝপথে বৃষ্টিতে খোকা ভিজে যায়রে।

জল পড়ে ঝরে পড়ে খুকি-দের মেকআপ
সময় তো বড়ো কম চলতে হবে একধাপ।
ঈদ ভেলা ভেসে গেলো কৃত্রিম বানেতে
তাই দেখে সবলোকের ভয় বাড়ে প্রাণেতে।

শহরের প্রায় গলি জলে মিশে চেনা দায়!
তবু ও সাহস করে খোকা খুকি চলে যায়।
হাতে গোনা একদিন তারপরে যে আসছে
ঈদের খুশিতে সবাই নব ভেলায় ভাসছে।
************************************
১৩/০৬/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...