শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

বীরাঙ্গনা

.             বীরাঙ্গনা
।।  রফিক উদ্দিন লস্কর  ।।
_______________________
দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা
আপনি তো সেই তিনি,
কোমলমতি ও সদা হাস্যের
আপনাকে তো চিনি!

আঁচলখানি কোমরে গোঁজা
হলুদ শাড়ি গায়,
কাঁখে আছে মাটির কলস
আলতা রাঙা পায়।

চুলের বেণী শোভা বাড়ায়
নাকের মাঝে নথ,
বীরাঙ্গনা তো তাকেই বলি
যে দেখায় সঠিক পথ।
______________________

রচনাকাল -২৬/০৬/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...