শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

বীরাঙ্গনা

.             বীরাঙ্গনা
।।  রফিক উদ্দিন লস্কর  ।।
_______________________
দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা
আপনি তো সেই তিনি,
কোমলমতি ও সদা হাস্যের
আপনাকে তো চিনি!

আঁচলখানি কোমরে গোঁজা
হলুদ শাড়ি গায়,
কাঁখে আছে মাটির কলস
আলতা রাঙা পায়।

চুলের বেণী শোভা বাড়ায়
নাকের মাঝে নথ,
বীরাঙ্গনা তো তাকেই বলি
যে দেখায় সঠিক পথ।
______________________

রচনাকাল -২৬/০৬/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...