.।। রফিক উদ্দিন লস্কর ।।
২৬/০৬/২০১৮ইং
আরও তিন চারটের মতো সে ও একজন
ঘুরঘুর করে বেড়ায় প্রতিরোজ,
স্কুল কলেজে, বা কোন দামি প্রতিষ্ঠানে
বড়ই আদরের আকাশের তারা।
বাইরের আলো বায়ূতে একদম পরিপক্ক,
পুরো খালি, পরের পকেটের অর্থ।
রাত দিনের তফাৎ খুঁজতে খুঁজতে এখন
দিন যায়, সে অবাক করে দেয়।
ভাবতে ভাবতে মানুষের মনের পরিবর্তন
কে জানে! ফিরবে কি স্বস্থানে।
আগুনের আলিঙ্গনে সে এখন পুরো মত্ত,
সফেদ মিহি দানার খোঁজে এখন...
শহরের অন্ধ গলিতে বা বদ্ধ কুঠরিতে
সারাটা দিন কাটে সিদ্ধি সাধনায়।
নতুন না হলে ও পুরানো নিডিলে তার
সেরে নিতে পারে বিরাট কাজ,
ক্ষতবিক্ষত হাতে নেই বেদনার লেশমাত্র।
পুরো অভ্যস্ত, মাথা ধরে অনুপস্থিতিতে
কারণ...একটুও ঘুম হয়না রাতে
ঘোর অন্ধকারে বেরিয়ে পড়ে সন্ধানে।
***********************************
নিতাইনগর, হাইলাকান্দি(আসাম)
শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
মাথাব্যথা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
স্বপ্নটা সত্যি হোক
. স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।। আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
. স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।। আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন