বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

গরীবের আত্মকথা


।। রফিক উদ্দিন লস্কর।।
.   ০৯/০৮/২০১৮ইং
নিঃস্বদের খাবার অভাব
নেইকো তাদের ঘর,
ছায়া সঙ্গী দুঃখ তাদের
থাকে জীবন ভর।

পথে পথে ঘুরছে শুধু
পেতে একটি কাজ ,
কামাই করতে সৎ পথে
নেইকো কোন লাজ।

থাকার মতো জায়গা নেই
গরম কিংবা শীতে,
কষ্ট করে রাতটা কাটায়
ষ্টেশনে বা ফুটপাতে।

শীর্ণ দেহে অল্প কাপড়
কেউ করে যে  ভিক্ষা ,
অসুখ বিসুখ হলে পরে
কে করিবে রক্ষা !

দুঃখ নিয়ে জন্ম যাদের
দুঃখের সাথে লড়ে ,
ছিন্নভিন্ন জীবন তাদের
কাল বোশেখির ঝড়ে।

তারা মানুষ আমরা মানুষ
মরার পরেই লাশ,
তাদের কাছে মানব জনম
ঘটালো সর্বনাশ ??
===================
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...