রবিবার, ৫ আগস্ট, ২০১৮

রঙ বদল


  ।।         রফিক উদ্দিন লস্কর       ।।  
               ০৫/০৮/২০১৮ ইং
আগাছায় পরিপূর্ণ  উর্বর ভূমি
আলো, জল, বৃষ্টি  সেই আগের মতো,
রঙ ও পাল্টে গেছে বেশ ক'দিন থেকে।
ভূস্বামী...
নিজের পথ প্রশস্ত কিন্তু! আর ঐ?...
দীন, মজুরের আর্ত চিৎকার শুনেছ??
আরশির সামনে দাঁড়িয়ে একবার দেখো
নিজের চেহারা আজ কেমন! 
বাইরে তো বেশ!  নিজের সাফাই গাওয়া
ভিতরে ভিতরে চলছে দাবার ঘুটি।
কে কেমন? খোলাসা হোক...
চাপা পড়া শব্দ, বাক্য, বেরিয়ে আসুক
তাতে সহজেই  বুঝে নেবো।
অপরাধী হলে চলে যাবো।
মিথ্যে অপবাদ, অপব্যবহার, কতো সইবো!
মরে গেছে অনুভূতি, দয়া, প্রেম আর সম্প্রীতি।    
===============================
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)        

      
    
        

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...