।। রফিক উদ্দিন লস্কর ।।
আঁকাবাঁকা অনেকটা পথ পাড়ি দিয়ে
বের হয়না নিজের জন্য একটু সময়
পেটের চিন্তায় অস্থির দিনের পর দিন।
বিছানার পাশ থেকে দূরে শরীর ও মন
অবিরাম ঘুরছে রিক্সার চাকার মতো
শুকা চেনে, জোর বাড়িয়ে জীবন চাকা।
সহসা একদিন অারশিতে চোখ যায়,
ফুটে আছে শরতের কাশফুল মস্তকময়
স্বপরিচয়ে ও ক্ষাণিকটা বেগ পেতে হয়।
নিকোটিনের কাছে ফুসফুস বন্ধক রাখা
অবেলায় ঘরে ফেরা মুখময় গন্ধ নিয়ে
বাদল দিনে তোমাকে নিয়ে ভেজা হয়নি।
চাঁদনিরাতেও একা জেগে থাকি আমি
শীতের রাতে গায়ে ওম চাদর লাগিয়ে
টের পাইনি, সুখনিদ্রা জড়িয়ে ধরে কখন!
বছরের পর বছর ঘাম ঝরে শরীর থেকে
একটা অদৃশ্য আশার সংকেত নিয়ে...
জীবন মানে কি কেবলই অর্থহীন পথচলা!
১৩/১১/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন