শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯

প্রলাপ

              প্রলাপ
   রফিক উদ্দিন লস্কর
কে বলেছে করতে তোকে
ধর্মের নামে এতো বাড়াবাড়ি,
হামেসাই আছে তোর কটুক্তি...
কতটুকু ধার্মিক তুই??
তুই কি জানিস্?? তোর পরিচয়??
তবে কেনো করিস্ এতো বাড়াবাড়ি!
নিজেই নিজেকে চিনলিনারে..
আবার নিজেই যুক্তিবাদী।
আমজনতা আনেনি ধর্ম
ধর্ম এনেছেন মহাপূরুষ।
বাপদাদার পরিচয়, সাথে তোর আমার
তবে কেনো চাস্ তুই তাতে পরিবর্তন।
১৮/০১/২০১৯ইং
জে কিউব-হাইলাকান্দি-আসাম।

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...