অমর একুশ
রফিক উদ্দিন লস্কর
একুশ আমার অশ্রু ভেজা
সোনালী সেই ভোর,
বাংলা মায়ের দামাল শিশু
খুলে ভাষার দোর।
বাংলা আমার মায়ের মুখে
রক্তে কেনা ভাষা,
বাংলা ভাষায় অক্ষর শেখা
নিয়ে হাজার আশা।
ফেব্রুয়ারি এলে মনে পড়ে
বীর শহিদের কথা,
বঙ্গ মায়ের চোখভরা জল
বুকে হাজার ব্যথা।
ফাগুন মাসে ঐ রাজপথে
বুকের রক্ত ঢেলে,
তিমির ঘেরা ভাষার জন্য
দিলো বাতি জ্বেলে।
২০/০২/২০১৯ইং
নিতাইনগর,হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন