রফিক উদ্দিন লস্কর
আলোকিত ছিলো যাহার জীবন
প্রস্ফুটিত গোলাপের মতো,
শিরক বিদ'আত করেছ উচ্ছেদ
তুমি মাড়িয়েছো বাঁধা শত।
তুমি চলে গেছো...রেখে মোদের
আজ শোক সাগরে ভাসমান,
তপ্ত অশ্রু ঝরায় শত শত শিষ্যরা
তরু-লতা,পশু-পাখি আসমান।
নেমেছে সর্বমহলে শোকের মাতম
নীরবে কাঁদে আজ শহর গ্রাম,
জাতির হৃদয়পটে তুমি চিরজাগ্রত
স্বর্ণাক্ষরে খচিত তোমার নাম।
আমি প্রভু সমীপে করি ফরিয়াদ
গভীর রাতের মোনাজাতে,
তুমি উন্নত মাকাম দিওগো তাঁকে
জান্নাতুল ফেরদাউসে।।
২৮/০২/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন