রফিক উদ্দিন লস্কর
দেখতে লাগে অনেক ভালো
মায়াবী তার বদন,
স্বভাব নয় যে মোটেই ভালো
আগুনবরণ নয়ন।
ষাটোর্ধ এখন মেজাজ গরম
সবাই করেন ভয়,
উলট-পালট হলেই তো আর
কি জানি কি হয়!
ঘরের কাজ কিংবা বাহিরের
ছুটা সবার আগে,
সঠিক সময় লাগবে কাজটা
নইলে ফুঁসেন রাগে।
পাড়ার সবাই মিলিয়ে এবার
নাম দিয়েছেন রাণী,
দাদিমা তাতেই বেজায় খুশি
তিনি অনেক জ্ঞানী।
০৯/০৩/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন