শনিবার, ৯ মার্চ, ২০১৯

জ্ঞানী দাদিমা

     রফিক উদ্দিন লস্কর

দেখতে লাগে অনেক ভালো
মায়াবী তার বদন,
স্বভাব নয় যে মোটেই ভালো
আগুনবরণ নয়ন।
ষাটোর্ধ এখন মেজাজ গরম
সবাই করেন ভয়,
উলট-পালট হলেই তো আর
কি জানি কি হয়!
ঘরের কাজ কিংবা বাহিরের
ছুটা সবার আগে,
সঠিক সময় লাগবে কাজটা
নইলে ফুঁসেন রাগে।
পাড়ার সবাই মিলিয়ে এবার
নাম দিয়েছেন রাণী,
দাদিমা তাতেই বেজায় খুশি
তিনি অনেক জ্ঞানী।

০৯/০৩/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...