সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯

হাঁদারাম

   রফিক উদ্দিন লস্কর

একটা ছেলে এমন আছে
সবকিছুতে হাসে,
কাজের বেলা কাজ নেই
সবটুকু সে নাশে!

পড়াশোনাও তেমন নেই
নিজেই বলে বেশ,
দেখলে বলবে আস্ত ভূত
মাথায় লম্বা কেশ।

ইদানীং যে রাজনীতিতে
জড়ায়েছে তারে,
দলবদল তার রোজদিন
কি'বা আর পারে!

নিজেকে ভাবে মহাজ্ঞানী
গোবর মাথায় নিয়ে,
সবখানে তার ঠেলাঠেলি
সব কুটবুদ্ধি দিয়ে।

১৫/০৪/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি।


কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...