শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

বুঝে নিও


                 রফিক উদ্দিন লস্কর
সব বলদই বলদ আর তুমি একাই রাম বলদ,
তাই আছে তোমার মাঝে শুধু বলদামি।
সব ছাগলই ছাগল আর তুমি হলে রাম ছাগল,
তোমারই স্বভাবেতে আছে  ছাগলামি।
সব পুরুষই পুরুষ, কিন্তু... তুমি হলে কাপুরুষ,
বলদামি আর ছাগলামিতে ঠিক থাকে কি হুঁশ!
০৬/০৪/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...