সোমবার, ৩ জুন, ২০১৯

ঈদ এসেছে

   রফিক উদ্দিন লস্কর

বছর পরে খুশির জোয়ার
লাগছে সবার গায়,
নীল আকাশের বাঁকা চাঁদ
জানান দিয়ে যায়।

ঈদ এসেছে ঈদ এসেছে
রমজানেরই ইতি,
নতুন জামা নতুন কাপড়
মনে ভাব প্রীতি।

মাগো তুমি রেঁধো রাখো
শিন্নী সেমাই ঘরে,
পথের ধারের পথশিশুরা
খাবে পেট ভরে।

বিলিয়ে দেবো সবার মাঝে
যে যতটুক চায়,
কষ্ট ব্যথা ভুলিয়ে যেনো
ঈদের খুশি পায়।

আমার মতো কতই শিশু
আছে এই ভবে,
নিঃস্ব অনাথ জানি তারা
খুশি চায় সবে।

সুখে-দুঃখে জনম জনম
রইবো পাশাপাশি,
ঈদ আনন্দে সবার মুখে
লেগে থাকুক হাসি।

০৩/০৬/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...