মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

খুশির ঈদ

রফিক উদ্দিন লস্কর

মাহে রমজান শেষে
নতুন চাঁদের সাথে,
ঈদের খুশি ঘরে ঘরে
উঠবো সবাই প্রাতে।

ধনী-গরিব নেই ব্যবধান
সবার অংশ সমান,
ঈদগাহের জমায়েতে
করবো তার প্রমাণ।

দলে দলে ছুটবো মোরা
নতুন কাপড় পরে,
পরকে যে করবো আপন
কোলাকোলি করে।

ছোট বড় এক ময়দানে
ছাড়িয়ে ভেদাভেদ,
নামাজ সেরে ফিরব সবে
মুছে সকল জেদ।

খাবো সবাই সিন্নি-সেমাই
নামাজ হতে এসে,
খবর নেবো প্রতিবেশির
হাসিখুশিতে ভেসে।

আছেন যতই দীনদুঃখী
আমার মহল্লায়,
সাধ্যমত দেখবো তাদের
যতটুক পারা যায়।

ছড়িয়ে দেবো ঈদের খুশি
সবার ঘরে ঘরে,
সবাই মিলে ঈদের মজা
নেবো পরাণ ভরে।
**********************
০৪/০৬/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...