রফিক উদ্দিন লস্কর
স্বচ্ছ কাজে আনবে বিবাদ
বদমাশ নামের এক দল,
যখন দেখবে কারো শ্রীবৃদ্ধি
উল্টো দিকে টানবে কল।
ভালো কাজে বাধা দেবেই
নোংরামিতে রয় খাঁড়া,
বন্ধু সেজে আসবে কাছে
অন্তরে যার বিষফোঁড়া।
নিজেই ভাবে এমন জ্ঞানী
অন্যরা আর কি জানে!
পথে-ঘাটে দেখতে পাবেন
পরনিন্দার আছে গানে।
ঝগড়া-ফ্যাসাদ নিত্য আছে
খেয়ে-দেয়ে নেইতো কাজ,
ছোট্ট মুখে তার মহান কথা
বলতে পারবে নেই লাজ।
০৩/০৭/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন