বুধবার, ৩ জুলাই, ২০১৯

নিন্দুক

    রফিক উদ্দিন লস্কর
স্বচ্ছ কাজে আনবে বিবাদ
বদমাশ নামের এক দল,
যখন দেখবে কারো শ্রীবৃদ্ধি
উল্টো দিকে টানবে কল।

ভালো কাজে বাধা দেবেই
নোংরামিতে রয় খাঁড়া,
বন্ধু সেজে আসবে কাছে
অন্তরে যার বিষফোঁড়া।

নিজেই ভাবে এমন জ্ঞানী
অন্যরা আর কি জানে!
পথে-ঘাটে দেখতে পাবেন
পরনিন্দার আছে গানে।

ঝগড়া-ফ্যাসাদ নিত্য আছে
খেয়ে-দেয়ে নেইতো কাজ,
ছোট্ট মুখে তার মহান কথা
বলতে পারবে নেই লাজ।

০৩/০৭/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)


কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...