সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

নতুন ভোরের আশা

                 নতুন ভোরের আশা
                রফিক উদ্দিন লস্কর
কিছু ঝুট-ঝামেলায়, তাই শব্দগুলির চাপা রব
সময়ের সাথে সুযোগের আড়ি,
ভাবনার আকাশে অন্ধতা, চারপাশ স্তব্ধ নীরব
মনে পড়ে পিছনে স্মৃতির বাড়ি।
মাঝেমাঝে উঁকি দেয়, মনের রুদ্ধ দুয়ারে এসে
কারুকাজের হিসেব মেলাতে,
ধরাছোঁয়ার বাইরে সব, লড়াই অক্ষরবিন্যাসে
হিসেব কষি বেলা-অবেলাতে।
ব্যবধান আর গরমিলে, তবুও পথচলা নীরবে
গুটিগুটি পায়ে সমুখে এগোই,
যা হবার তা তো হবেই, নির্ভীক জাহাজে চড়ি
নতুন ভোরের অপেক্ষায় রই!

০৭/১০/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

মনের বনে

       মনের বনে  রফিক উদ্দিন লস্কর  ভাবনার একটা পাহাড়  মনের বাড়ির পাশে, দেখতে তারে প্রতিদিন কতো মানুষ আসে। পাহাড় ঘেঁষা ঝরনাধারা  লোনা পানি ব...