বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

কংক্রিটের শহরে

                রফিক উদ্দিন লস্কর
কংক্রিটের এই শহরে অনেকটা শঙ্কা জাগে
দিনের আকাশ যখন ধোঁয়াটে বরণ,
বামাল দামালেরা নিত্যনৈমিত্তিক হেডলাইনে।
কিশোরীর আর্ত-চিৎকার বনেবাদাড়ে
পিচের বদলে শোণিতে সজ্জিত রাজপথ,
বেড়েছে পিশাচ পিশাচীর দৌরাত্ম্য।
সংকটময় আত্মপরিচয়, অক্সিজেনে হলাহল
কণ্ঠাগত প্রাণ, মুখবিবরে জমা প্রতিবাদ ধ্বনি
আত্মঅবধারিত, বধিরত্বের ঘেরাটোপ।
উড়োবাতাসে কিছু শব্দ অলিগলিতে ধাক্কা দেয়
রোষানলে গণপিটুনি এখন সহজলভ্য
বাছবিচার স্রোতের বিপরীত দিকে অবস্থান।
অসাড় দেহে এগোতে হয় পিলসুজের কিনারে
শ্বেতবসনে প্রভাতফেরি অরুণ রবির সন্ধানে।

২৪/১০/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

উনিশ আমার গর্ব

   উনিশ আমার গর্ব   রফিক উদ্দিন লস্কর  উনিশ আমায় দুচোখ ভরে স্বপ্ন দেখায় রোজ, কেমন আছে করাল গ্রাসে  কে বা রাখে খোঁজ! দশটি ভাইয়ের এক বোন সত্যে...