মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

মুখভার

                   রফিক উদ্দিন লস্কর

বাস্তবতার ছবিগুলো ঝাপসা আর নিকষ কালো
আয়নাতে যে উল্টো প্রতিবিম্ব তার,
আজকাল সহজে মেনে নেওয়া অনেকটা কঠিন
সত্যের নাম গাজ্বালা হয় মুখভার ।
আড়ালে আবডালের দিন শেষ এখন দিবালোকে
যে যতো মিথ্যে বলতে পারে ভালো,
বাঁকা পথে যানজট নেই, নেই লাল হলুদ সিগনাল
যেখানে নেই আজও সূর্যের আলো।
অন্ধ গলিতে চলে বাস্তব অবাস্তবের তুমুল লড়াই
সত্যের চোখ উপড়ে ফেলিতে চায়,
শকুনের ছোবলে আহত এক জীবিত জানোয়ার
নিমরাজিতে ফিরতে হয় শূন্যতায়।
_________________________________________
০৩/১২/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...