রফিক উদ্দিন লস্কর
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
কিছু দৃশ্য অদৃশ্যে মনের অলিন্দে ঘোরপাক খায়
বারংবার সজোরে ধাক্কা দেয় মন মোহনায়,
অনেকটা পথ এগোই, একচিলতে সুখের আশায়
কতো নির্ঘুম রাত কাটে ভাবনার বারান্দায়।
কিছু সময় শব্দবৃষ্টিতে ভিজে নিঃশব্দে চলে যায়
অভিমানী ফুলদানি আজ রোদ্দুরে শুকায়,
বেনামি হলুদ খামের চিঠিটা ভাসে উড়ো হাওয়ায়
ডাকপিয়নের হাতের নাগাল কভু নাহি পায়।
যাযাবরের মতো ভাবনারাশি ফিরে ফিরে তাকায়
মানসপটের যত জীবন্ত ছবি ধূলায় লুটায়,
ফেলে আসা স্মৃতি লুকিয়ে রাখা অবুঝ ঠিকানায়
ফিরে পেতে খুঁজে তারে বেলা- অবেলায়।
সুপ্ত আশার কুঁড়ি যদি কোনদিন কুসুম ফোটায়
মধুর লোভে আসবে অলি সেই বাগিচায়,
গোলাপী পাপড়িতে আসবে চেতন উষ্ণ ছোঁয়ায়
স্মৃতির আলপনা রবে সবুজ গালিচায়।
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
০৮/০২/২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
অন্তর্দাহ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
স্বপ্নটা সত্যি হোক
. স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।। আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
. স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।। আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন