সোমবার, ২৩ মার্চ, ২০২০

আক্কাস আলী

        আক্কাস আলী
    রফিক উদ্দিন লস্কর

পাশের বাসার আক্কাস আলী
ছুটছে খুবই জোরে,
এই শহরে আর রইবেনা সে
যাবে অনেক দূরে।

লোকসমাগম যে এতই বেশি
মনের মাঝে ভয়,
দিনকাল যে আর ভালো নয়
কোন সময় কি হয়!

সেই ভয়েতে আক্কাস আলী
ছুটছে এবার গ্রামে,
হেটে হেটে যাচ্ছে নয় মাইল
কোথাও নাহি থামে।

দেখলে মানুষ দৌড়ে পালায়
কেউ যদি কাছে আসে,
এক মুলাকাতে হয়তো এবার
জীবন যাবে নাশে।

অতিথিপরায়ণ আক্কাস আলী
অসামাজিক আজ,
মাস্ক লাগিয়ে যে তার চলাচল
মুখ দেখাতে লাজ!

২৩/০৩/২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...