বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

আতংক

.                আতংক
.      রফিক উদ্দিন লস্কর   
________________________
হঠাৎ বদলে গেছে জীবনধারা 
মনের মাঝে সংশয় ,
দিনলিপি আজ আতংক ভরা
কোন্  সময় কি হয়!

গ্রামেগঞ্জে আর নগর পাড়ায়
শুধু মৌনতারই ছাপ,
স্বাধীন পাখিরা যে খাঁচায় বদ্ধ
খায়নি মোটেই খাপ।

আমার তোমার সবার ভালো
কে'না বলো চায়,
তাতেই গিয়েও যদি বিপত্তি ঘটে 
কে নেবে তার দায়?

জান বাঁচলে যে জাহান আছে   
কথায় বলেন লোকে  ,  
আত্মবিশ্বাস যদি কাজে লাগাও
থাকবি দিব্যি সুখে। 
---------------------×-------------------
২৬/০৩/২০২০ইং
নিতাইনগর,  হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...