শনিবার, ২৮ মার্চ, ২০২০

বেকায়দা

.                                বেকায়দা
.                        রফিক উদ্দিন লস্কর

একে একে বন্ধ হয়ে যাচ্ছে মনের প্রশস্ত দরজাগুলো,
ভালোবাসার মানুষটা আজ প্রাণের ভয়ে যেন হুলো!
প্রেয়সী মাঝে মাঝে টোকা মারে ডিজিটাল জানালায়,
বন্ধুমহল অবসর, একাকী ক্যারাম খেলে সময় কাটায়।
কীবোর্ডের কিছু নিজস্ব হরফ আর বাকিটা ধার করা,
হাসি কান্নায় কোন শব্দ নেই, ইমোজি শুধু ডিসপ্লে ভরা।
তন্দ্রাহীন কতো রাত কাটে মহামারির খবর দেখে শুনে,
সময় ট্রেনের কামরায় বসে স্টেশনের পর স্টেশন গুনে।
মনে অতলে উঁকি দেয় বহু পুরোনো সেই অস্পৃশ্য প্রথা
বিশাল পৃথিবী করেছে একাকী ! বেড়াতে মানা যথাতথা।
অনুভবের আঙিনায় উষ্ণতার বাস, শোকের মাতম চলে,
প্রেম বড়ো অসহায়, চুপটি করে পড়ে আছে অথৈজলে।
আজ হেরে গেছে সব, কিনারে পৌঁছবে কি জীবন তরী?
গৃহবন্দিত্ব! ভালোবাসায় একটাই ভয়, যেতে পারি মরি।

২৮/০৩/২০২০ইং নিতাইনগর, হাইলাকান্দি (আসাম -ভারত)

কোন মন্তব্য নেই:

না ফেরার পথে

                 না ফেরার পথে              রফিক উদ্দিন লস্কর  পথিক লিখে গেছে চিঠি, সে যাওয়ার বেলা, আর আসবে না ফিরে, এবার বন্ধ সকল খেলা। ভোরে...