বুধবার, ৮ এপ্রিল, ২০২০

বাস্তব সত্য

.              বাস্তব সত্য
.        রফিক উদ্দিন লস্কর
_____________________________
কি বিভ্রাট! মনে নেই তারিখ বার
গরমিলে রাত দিন অন্ত নেই যার।
শত কাহিনীর জন্ম এ সময়ে বসে
বাক্যবাণে সভ্যতার দেয়াল খসে।
অবসরের দিন তবু কেন রুদ্ধশ্বাস,
কালের কবলে সবাই জীবন্ত লাশ!
_____________________________
রচনাকাল -০৮/০৪/২০২০ইং
(নিতাইনগর, হাইলাকান্দি -আসাম)

কোন মন্তব্য নেই:

ভালোবাসা যায় না

ভালোবাসা যায় না  রফিক উদ্দিন লস্কর  সবাই পাক্কা ভালো হতে চায়, তবু কেউ কেউ খারাপ হয়েই স্বস্তি পায়। তারা দেখে না সকালের সূর্যোদয়, রাতের অন্ধকা...