. এই আমি সেই
।। রফিক উদ্দিন লস্কর ।।
_______________________
আমি সেই আগের আমি
চেহারায় বৈসাদৃশ্য বটে!
এই দিন, এই সময়, মূহুর্ত
ইতিহাসের চিত্রপটে।।
যদি কোনদিন ফিরে দেখি
এই আমার অবয়ব,
মনের মাঝে দোলা দেবে
পুরানো স্মৃতি সব।।
________________________
তারিখঃ ১২/০৪/২০২০ইং
সময়ঃ ১০ঃ৫০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন