রহম করো
।। রফিক উদ্দিন লস্কর ।।
_____________________
সবকিছু আজ ওলট-পালট
মনে ভীষণ ভয়,
ভিনদেশি এই ছোঁয়াচে রোগ
কখন জানি হয়!
জোয়ান বুড়ো সবাই এখন
বন্দি গৃহ মাঝে,
সাহস নিয়ে কেউ বেরও হন
জরুরী কাজে ।
নগর শহর আর গ্রামের দৃশ্য
বড্ড শুনশান,
দিন রাতে আর ফারাক নেই
সবই সমান।
অভাব এখন দিচ্ছে হানা
প্রায় ঘরে ঘরে,
প্রাণ কাঁদে আজ অহরহ
দীনদুঃখীর তরে।
এমন ব্যাধি আসলো দেশে
পাল্টে দিলো সব,
চোখের জলে ভাসিয়ে ডাকি
রহম করো রব।
______________________
১৬/০৪/২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন