শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

কমেন্ট

গভীর অনুভূতির এক অনন্য কাব্যশৈলী। অসাধারণ কথামালায় সেজে উঠেছে কবিতার শরীর। শুভ কামনা কবির জন্য

সুন্দর উপস্থাপন, গাঙচিলে লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । হে প্রিয় লিখুন, পড়ুন, অন্যের লেখায় মন্তব্য করুন,সদস্য সংযোগ করে গাঙচিল কে সমৃদ্ধ করুন।

চমৎকার শব্দ নৈপুণ্যে ভরপুর  অসাধারণ কথামালার সুন্দর প্রকাশ।পাঠে একরাশ মুগ্ধতা বয়ে নিলাম।

অভিনন্দন প্রিয় আমাদের গাঙচিলে
প্রতিদিন আসুন কবিতা নিয়ে,
আমরা পাঠক অপেক্ষায় আছি
আপনার সৃজনে মনের খোরাক মিলে।

আহা! কি অনবদ্য ভাবনা,
অনন্য শৈল্পিক পরিবেশনা ৷
সত্যি ভালো লাগার সৃজন,
পঠনে শান্ত পাঠকের মন।

সময়োপযোগী তাৎপর্যময়
বাস্তবধর্মী লিখন
না চাইলেও পাঠক বুকে
রবে সর্বক্ষণ।।

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...