শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

দুর্গতি

.               দুর্গতি
।।  রফিক উদ্দিন লস্কর  ।।
______________________
একটি পাখি শিমূল গাছে
ডাকতো বসে রোজ,
পাড়ার লোক শুনতো বটে 
রাখতোনা তার খোঁজ।

সকাল হলে ঘুম ভাঙাতো
ঘুমকাতুরের যারা,
দিনের কাজে সময়মতো
বেরিয়ে যেতো তারা।   

একদিন সে পড়লো এসে
ব্যাধের নজরে,
পাষাণ লোকের শরটা গিয়ে
লাগলো পাজরে।

যেই লেগেছে হঠাৎ করে
ব্যথা পেলো খুব,
শরের ব্যথায় কুঁকড়ে গিয়ে
রইলো সে নিশ্চুপ!

দুঃখটা তার রইলো শুধু
চেনা মুখটার প্রতি,
বন্ধু হয়েও নামাতে পারে
জীবনে দুর্গতি!? 
______________________
২৪/০৪/২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)   

 
    
 

  

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...