শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

অপ্রত্যাশিত

.                অপ্রত্যাশিত
৷৷        রফিক উদ্দিন লস্কর        ।।

রাতপ্রহরী ল্যাম্পপোস্ট, ঘুমন্ত শহর
আন্দোলনে বিরত গাড়ির হর্ণ
নীরবতা, তবুও জেগে আছে মানুষ।
দূরপাল্লার যাত্রীর মতো সময় মাপা
উৎসুক হয়ে সাইনবোর্ড দেখা
আধারের সাথে কথকতা
তবুও সময় যেনো দীর্ঘ থেকে দীর্ঘতর।
ফুটপাতে দাঁড়িয়ে সকালে চা খাওয়া
পাঁতিকাকের বিকট শব্দে ঘুম ভাঙা
প্রত্যুষে কাজে বেরিয়ে পড়া, ভিন্নমাত্রা।
ঘুমকাতুরেরাও নির্ঘুম রাত কাটায়
ইদানীং স্বপ্নগুলোও রি-টেলিকাস্ট হয়
যেমনটা টিভির ব্রেকিং নিউজ।
ভাবনারা জটলা দেয় মনের গহীনে এসে
অপ্রত্যাশিত জীবনের হিসেব কষে,
আসলে পরিস্থিতির কাছে ভুল সমীকরণ!

রচনাকাল - ১৮/০৪/২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

স্বপ্নটা সত্যি হোক

.   স্বপ্নটা সত্যি হোক ।। রফিক উদ্দিন লস্কর ।।  আমার একটা স্বপ্ন আছে শান্ত শহর গড়তে, মন্দ লোকের মন্দ স্বভাব   চায় শুধু লড়তে। সভ্য জাতির বিজয়...