. অপ্রত্যাশিত
৷৷ রফিক উদ্দিন লস্কর ।।
রাতপ্রহরী ল্যাম্পপোস্ট, ঘুমন্ত শহর
আন্দোলনে বিরত গাড়ির হর্ণ
নীরবতা, তবুও জেগে আছে মানুষ।
দূরপাল্লার যাত্রীর মতো সময় মাপা
উৎসুক হয়ে সাইনবোর্ড দেখা
আধারের সাথে কথকতা
তবুও সময় যেনো দীর্ঘ থেকে দীর্ঘতর।
ফুটপাতে দাঁড়িয়ে সকালে চা খাওয়া
পাঁতিকাকের বিকট শব্দে ঘুম ভাঙা
প্রত্যুষে কাজে বেরিয়ে পড়া, ভিন্নমাত্রা।
ঘুমকাতুরেরাও নির্ঘুম রাত কাটায়
ইদানীং স্বপ্নগুলোও রি-টেলিকাস্ট হয়
যেমনটা টিভির ব্রেকিং নিউজ।
ভাবনারা জটলা দেয় মনের গহীনে এসে
অপ্রত্যাশিত জীবনের হিসেব কষে,
আসলে পরিস্থিতির কাছে ভুল সমীকরণ!
রচনাকাল - ১৮/০৪/২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন