বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

আকর্ষণ

.             আকর্ষণ
।।  রফিক উদ্দিন লস্কর ।।   
_______________________
খুব ইচ্ছে করে ছুটে যেতে
তোমার বাড়ির পাশে,
যেথায় খেলে রবির কিরণ
শিশির ভেজা ঘাসে।      

সবুজ রঙের কেয়া পাতায় 
ঘরটি তোমার ছাওয়া,
মাঠের ধানে ঢেউ খেলে যায়
দখিন মলয় হাওয়া। ।

তোমার বাড়ির পাশের নদী
জোয়ার ভাটা খেলে,
জীবনটা তার বাজি রেখে
শিকার করে জেলে। 

তোমার বাড়ির সবুজ পথে
হরেক রকম ফুল,
মনের মাঝে পুলক জাগায়
ভাঙে সকল ভুল।

পুকুর পাড়ের বাঁশবনেতে  
পাখির কলতান,
দুপুরবেলায় উদাস পথিক
জিরিয়ে নেয় প্রাণ।

মনের কথা বলবো বলে
সে পথ দিয়ে ছুটি,
আমরা হলাম পাড়া গাঁয়ের
সবসময়ের জুটি।   
________________________   
রচনাকালঃ ৩০/০/২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)     
  
    

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...