মঙ্গলবার, ৫ মে, ২০২০

শব্দের ভেলা (সাপ্তাহিক কবিতা পত্রিকা) বর্ষ-০২, সংখ্যা -০২, ৫ই এপ্রিল ২০২০ ইং

প্রকাশিত হলো ''শব্দের ভেলা'' 'সাপ্তাহিক কবিতা পত্রিকা' বর্ষ-০২, সংখ্যা-০২, ৫ই মে ২০২০, এই সংখ্যায় লিখেছেন - কবি আসলাম প্রধান (বাংলাদেশ ), কবি হাসানুজ জামান বড়ভূইয়া (হাইলাকান্দি), কবি শ্যামল বনিক অঞ্জন (বাংলাদেশ), কবি সাদ্দিক আহমদ লস্কর (হাইলাকান্দি),  কবি বদরুল ইসলাম লস্কর (হাইলাকান্দি), কবি মহিউদ্দিন বিন্ জুবায়েদ (বাংলাদেশ), কবি সুজা মজুমদার (শিলচর), কবি শেখ রমজান আলী (কলকাতা),  কবি রফিক উদ্দিন লস্কর (হাইলাকান্দি),  কবি নূরুল হুদা বারভুঁইয়া (হাইলাকান্দি)  ও কবি সাহিন আফরাজ (হাইলাকান্দি)



  আগামী সংখ্যায় জন্য লেখা পাঠান - আপনার এককপি ফটো সহ ১২ থেকে ১৮ লাইনের ভিতরে তিনটি কবিতা ১০/০৫/২০২০ইং এর ভিতরে।  (WhatsApp - +919797678891  ইমেল- rafiquelaskar57@gmail.com)

কোন মন্তব্য নেই:

পাখি

.          পাখি । রফিক উদ্দিন লস্কর।  কপোত পাখি মেলছে পাখা ধরে রাখা দায়, নীল আকাশে উড়ে উড়ে দূরে চলে যায়। স্বাধীন পাখি মুক্ত বেড়ি হাসি ভরা মন...