নাচন বুড়ি
।। রফিক উদ্দিন লস্কর ।।
।। রফিক উদ্দিন লস্কর ।।
ও মিষ্টি মাইয়া নাচন বুড়ি
কোথা তোমার বাড়ি?
কোথায় যাও গায়ে দিয়ে
হলদে বরণ শাড়ি।
কোথা তোমার বাড়ি?
কোথায় যাও গায়ে দিয়ে
হলদে বরণ শাড়ি।
গাঁয়ের পথে চলো যখন
সবার লাগে নজর,
এপথ দিয়ে যাওয়া আসা
জানতে পারি ওজর?
সবার লাগে নজর,
এপথ দিয়ে যাওয়া আসা
জানতে পারি ওজর?
এপথ ধরে যাওয়ার বেলা
হাওয়ায় উড়ে চুল,
দেখলে তোমায় নুয়ে পড়ে
পথের পাশের ফুল।
হাওয়ায় উড়ে চুল,
দেখলে তোমায় নুয়ে পড়ে
পথের পাশের ফুল।
দেখলে তোমার একচিমটি
সরল মুখের হাসি,
মনের মাঝে বাজতে থাকে
মধুর সুরে বাঁশি।
সরল মুখের হাসি,
মনের মাঝে বাজতে থাকে
মধুর সুরে বাঁশি।
রূপের কাছে হার মেনে যার
আকাশের ওই চাঁদ,
বিধাতার এই কারুকাজের
দেখার লাগে সাধ।
আকাশের ওই চাঁদ,
বিধাতার এই কারুকাজের
দেখার লাগে সাধ।
ভালোই থেকো খুবই ভালো
যেথায় তুমি থাকো,
রূপকথার এই কাহিনিকে
পারলে মনে রাখো।
যেথায় তুমি থাকো,
রূপকথার এই কাহিনিকে
পারলে মনে রাখো।
রচনাকাল - ০৬/০৫/২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম- ভারত)
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম- ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন