মঙ্গলবার, ১২ মে, ২০২০

ভাগ্যের লিখন

.        ভাগ্যের লিখন
. রফিক উদ্দিন লস্কর   
কিছু আর্তচিৎকার কারো কর্ণে পৌঁছায় না
তিলতিল করে বাড়তে থাকে শুধুই বেদনা। 
গ্রীষ্মের তপ্ত দুপুরের পরিবেশ বুকের মাঝে  
নির্মম বাক্যবাণে আহত কোমল হৃদয়টা যে।  
বীভৎসতার চরম দৃশ্য বজ্রের মতো ফোটে,
ঝড়োমেঘের মতো অস্থির মন দিগ্বিদিক ছুটে। 
একটু নিরিবিলি আশ্রয় চায়,বিবাগী এই মন,
অদৃশ্য হতে এই বেদম প্রহার চলবে কতক্ষণ?
শূন্য আকাশের দিকে মুখ, উষ্ণীষ দীর্ঘশ্বাস!
মহাবিশ্বের সকলই  মমতা ক্রমে ক্রমে হ্রাস।   
ভাগ্যের লিখন খণ্ডানো দায়, ফল হবার হবে
সুপ্ত মনের আঙিনায় চিরদিন অক্ষত রবে।
সে-ই বুঝে শুধু, অগ্নিকুণ্ডে বসবাস হয় যার,
বাস্তবতায় মুকবধির ফলে এমন হাল তার।
বাস্তবতা আর কল্পনার ছবি মধ্যেই ব্যবধান 
বড়ই জটিল প্রক্রিয়া যার করতে সমাধান ।
১২/০৫/২০২০ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)   

কোন মন্তব্য নেই:

খোকন রাজা

খোকন রাজা   রফিক উদ্দিন লস্কর  খেলার ছলে  ছোট্ট খোকন ভাবতো নিজেই রাজা, সে পোকা মাকড় ধরে এনে দিতো খুবই সাজা। কেউ কখনো বললে কিছু করতো খুবই রাগ...